~~~আশার বাণী ~~~

52 0 0
                                    

বিশ্বজোড়া 'স্যান্টা' চাই ,এটা নয়তো ওটা দাও ভাই ...'স্যান্টা' যে এক কল্পশক্তি ,প্রবীণদের প্রতি বাড়ায় মায়া ,বাড়ায় ভক্তি l শিশুর প্রতি অন্তপ্রাণ ,আদরে আদরে বাড়ায় মান l 'ক্রিস্টমাস'এর এই হিমেল শীতে ,মাথায় টুপি ,হাতে দস্তানা ,লাল-ধোসায় নিজেকে ঢেকে ,আসে আনন্দ দিতে ভরা ঝুলি হাতে l ঝুলিতে তাঁর নানা উপহার ,হাসি ফোটাবার নানান সামগ্রী বাহার l সাদা-দাড়ি তাঁর বয়স ও অভিজ্ঞতার প্রতীক ! তা সত্ত্বেও আজ তাঁর অবস্থা বেগতিক !এই ডিজিটাল যুগে আজও জীবন-যাত্রার এ হাল দেখে , অবাক 'স্যান্টা' অগ্রগতির বাঁকে ! আজ বুঝি তাঁকে Fantasy ছেড়ে ধরতে হবে হাল !এমন এগিয়ে বিজ্ঞান ও বুদ্ধি ,ভেবেই সে বেহাল !কোথায় বল ,কোথায় শৌর্য্য ,কোথায় সেই চির আশ্রয় যৌবন !? বেহাল বিশ্ব আজ বুড়োর ঘাড়ে ফেলছে কি চাপের বাণ !

হাতটি জুড়ে বলছে স্যান্টা ----
বাস্তব জোয়ালে ফেলোনা আমায় , এ যে তোমাদের সৃষ্টি ! তোমাদের দায় !আছে উপায় ,শোনো আমার আশার বাণী -----
বর্ষবরণ করো নিয়ে লক্ষ্য অনেকখানি ....পূরণ করো যত আছে ঘাটতি ও খামতি ! মেটাও নিরাশা ঝরাও শান্তি ...এতেই পূর্তি বিশ্বের আর্তি ...থাকতে দাও ' স্যান্টারে ' ঝুলি হাতে কচি-কাচাদের রূপকথার জগতে ... মনের আনন্দে বাড়বে তাঁরা বিবেক ও বুদ্ধি সহ সময়ে বাস্তব জগতে ...ধোঁয়াশা সব যাবে কেটে বুদ্ধি-বিবেকের দাপটের চোটে !

#ঝোড়োমেঘ সংকলন #
29 -12 -17 ইং ,
শিলং l

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now