অনুরোধ

28 1 0
                                    

অনুরোধ

মেঘবালিকা ,মেঘবালিকা ,
একটু ছুঁতে চাওয়া !
মেঘবালিকা , মেঘবালিকা ,
এইটুকু তো পাওয়া !
তোমার আমার মিলন সঙ্গ
এইটুকু মোর আশা !
মেঘবালিকা , মেঘবালিকা ,
এরই নাম ভালোবাসা ।।
আছো তুমি নিরব প্রেমি
শুধুই চক্ষু মেলে !
মেঘবালিকা দেখবে তুমি
মনের চোখটি খুলে !
চঞ্চল আমি উদাসী বাউল
উদাস সুরে গাই ,
আনন্দ তানে মিলব তোমা সনে
একতারাটি বাজাই ।
মেঘবালিকা , মেঘবালিকা ,
এসো দোহে মিলে গাই ,
প্রেম-অভিসারে তান-বিস্তারে
এসো আনন্দ -রাগ শোনাই ।।

# ঝড়োমেঘ সংকলন #

দিনাঙ্ক : ০৪-০২-১৭ ইং ,
শিলং - ৪ ।

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now