গৃহরক্ষী

6 0 0
                                    

গৃহরক্ষী
======
             ঝোড়োমেঘ
           (সিক্তা বিশ্বাস)
            19-12-18 ইং l
সাঁঝবেলাতে প্রদীপ জ্বালে
ভক্তিভরে তুলসী তলে ,
মঙ্গলদীপ আশার আলো
ঘরের আঁধার কাটায় ভালো l

গৃহবধূ কুলের লক্ষী
ভালো-মন্দের সর্ব সাক্ষী
নয় সে কেবল গৃহবধূ
সেই যে প্রকৃত গৃহরক্ষী l

           *******

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now