~~~জীবন-সুর~~~

7 0 0
                                    

~~~জীবন-সুর~~~
==========
ঝোড়োমেঘ
(সিক্তা বিশ্বাস)
11-01-19 ইং
শিলং l

কে বলেছে সাথী নেই !
রাখতে পারলেই আছে সেই !
ধরে রাখার আর্টটি শেখো ,
একা করতে কেউ পারবে না কো !

সাথী হারার গোপন ব্যথা !!
হবে শুধু কথার কথা !
মনের আকাশে জড়িয়ে থাকলে
স্মৃতিই সারাবে মনের ব্যথা !

দু'দিন শুধু ধৈর্য্য ধরো !
মনের সাথে লড়াই করো !
চিন্ময় ছবি ভাসবে মনে ...
বাঁচতে শিখাবে প্রতিটি ক্ষণে ...

বাঁচার লড়াই ই মনের জোর !
হেয়ালি ,অতৃপ্ততা যাবে সুদূর ...
এ যে বুটি-সঞ্জীবনী ,তৃপ্তি মধুর ...
বোধোদয়--আনন্দই মূল জীবন-সুর !!!

**************

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now