মাপকাঠি

5 0 0
                                    

                   ঝোড়োমেঘ
                 (সিক্তা বিশ্বাস)
                   8-12-18ইং,
                     শিলং  l

দিন যায় কর্মকাণ্ডের ভেলায় চড়ে
কত মুহূর্ত যাঁতাকলের তলায় পড়ে
কেবল শাসন শোষণ আর দলন
ছকের বাইরে নেইকো নড়ন চড়ন !

আর রাত ,সে যে কর্মশেষে আমার পাশে
ঠিক জানে ,কেউ বসে তারই আশে
কেমন বোধ ! একান্ত নিভৃত অন্তরের
অজানা আশা কেবলই আকর্ষণের ...

জানি সে দেবে না মোটেও ফাঁকি
জানে সে,ঠিক তার দিকেই চেয়ে থাকি
দিনের শেষের একান্ত আপন সাত-কাহন
আর কেউ নাই বা শুনুক ,ঠিক সে শুনবেখন l

প্রশ্ন আমার আনন্দকে ঘিরে
কেমন যেন লাগে অচেনা তারে !
ঠিক যেন আলেয়ার মত জ্বলন্ত মরীচিকা 
সবার সাথে ভাসে ,একান্তে কেবলই কুহেলিকা !

তবে একেবারে নিশ্চিন্তি দুঃখ নিয়ে
কেমন রয়েছে সে একান্ত আমার হয়ে
মোটেও যাবে না ছেড়ে নেইকো চিন্তা
বড্ড ভালোবাসে যে !মুক্ত দুঃশ্চিন্তা l

প্রশ্ন-জোয়ার উঠলো ফেঁপে  শুধোই রাতকে , কে বেশী
বাসে ভালো বলতো মেপে ,বললো হেসে তুমি যে চুপসে !
এই দর কষাকষি ব্যবসাদারের !মহাজন তোমরা ,
তোমাদের লাভক্ষতি  চুলচেরা  হিসেবের !

আমরা বেহিসেবি জড়িয়ে থাকি
যে যেমনটা চায় , দিই না ফাঁকি !
ধন্য মানুষ শ্রেষ্ঠ জীব ,মাপকাঠিতে বড়ই গরিব !
জীবনধারা খেয়াল ছাড়া ,আত্মতুষ্টিতেই আত্মহারা !

                     ******************

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now