~~ প্রেম বাহার ~~

18 1 0
                                    

~~~প্রেম বাহার ~~~

তোমার জন্য তারা গোনা !
ছাদের 'পরে আনাগোনা ....
রিংটোনের আশায় প্রহর গোনা
কেবল জড়িয়ে থাকার একটু বাহানা .....

কর্মরত তবুও আনমনা সত্য !
ছবিটি যে মনে চির জ্বলন্ত ....
তাইতে বারে বারে মনটি মোবাইল অন্ত ....
সবই যে লীলা ... মনের এই চির বসন্ত ....

পান থেকে চুন খসলেই মনটি ভার !
আলো কাঁটিয়ে শুধুই আঁধার !
মান-অভিমানে মুখ বেজার !
তবুও মনের দাবি জোরদার ! প্রতীক্ষারত আরও প্রহর হাজার .....

##ঝোড়োমেঘ##
2 - 2 -18 ইং ,
শিলং l

ঝড়োমেঘ সংকলন Unde poveștirile trăiesc. Descoperă acum