বাংলা কবিতা:'তিয়াস'

3 0 0
                                    

===তিয়াস===
============

ঝোড়োমেঘ
(সিক্তা বিশ্বাস)
১৪/১২/২০ইং
হায়দ্রাবাদ

শ্রাবণ ধারা হলো সারা
কোথায় হারিয়ে কবিমন!
কমলা সুখের শীত-আমেজে
খুঁজি যে তোমায় অনুক্ষণ!

গদ্যে, পদ্যে, তালে, ছন্দে,
ভক্ত যেমন পরমেশ্বরে বন্দে,
তেমনি ছিলে খেয়ালী স্পন্দে
কাব্য সুখের নিত্যানন্দে।

তুমি যে ছিলে কাব্যপ্রাণ
একাগ্রচিত্তে সাধনে অম্লান...
কোন খেয়ালে হঠাৎ লুপ্ত!
বিষয় বস্তু কি এতোই গুপ্ত!?

আকুলি-বিকুলি ভকতের প্রাণ
সাধনায় সম্মত দিতে বলিদান
কৃপাসিন্ধু দাও বরদান
মরু-হৃদয়কে কর মরুদ্যান।

কত ভাবোদয় আজও বাকি
চাতক হৃদয়ের পিয়াস মেটে কি!?
স্ফটিক জলের আশ যেমন
তোমারই জন্য তিয়াস  তেমন!!

           ************

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now