গজব হিসেব

12 0 0
                                    

*গজব হিসেব*

আরে ! এইতো দেখছি হাসি-খুশি
ঐ যে দেখলাম মুখ বেজার !
কেমন ধারা খেয়াল ছাড়া !
চুলচেরাতেই রাগ-বাহার !

দেওয়া-নেওয়া আবেগ ছোঁয়া •••
ফুরফুরে এক আবহাওয়া •••
কোথাও হিসেব উল্টো হলে
খুশির বদলে দমকা হাওয়া !

আকাশ ছোঁয়া অনন্ত রাগ •••
অলক্ত রাঙা আবেগি সোহাগ
বেঠিক হিসেবে মান-অভিমান !
নিমখুন যেন প্রয়োগে কামান !

ভাবছি শুধু অবাক হয়ে !
কি করে রই হিসেব সয়ে !
আজব পৃথিবীর গজব হিসেব !
মানতে মানতেই জীবন বেহিসেব !

#ঝোড়োমেঘ#
19-2-18 ইং ,
শিলং l

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now