বাংলা কবিতা:নবোদয়

5 0 0
                                    

নবোদয়

ঝোড়োমেঘ
(সিক্তা বিশ্বাস)
১/৪/২০২০ইং

কালস্রোতে অসহায় লাচার
আধেক ভাসা! আধেক  ডোবার!
তবে কি জীবন তলানিতে ঠেকে !!!
কেমন যেন আবছা পারাবার!!

আজ অস্ত্র বিহীন লড়াই সবার!
অনুজীবের কাহিনী যে এবার!
জীব নয়! জীবের হাতেই সৃষ্টি যার
এ কেমন উদ্দাম তাণ্ডব তার!

স্পর্শকোপের ঝঞ্ঝা সমাহার
সংশ্লিষ্টতাই ঝটিকা বাহার!
সঙ্ঘবদ্ধতার আজ সংহার
এ কেমন দশা মানব সভ্যতার!

মহাকাব্য যদি সত্যি কয়
মহাভারত তবে সাক্ষী রয়
সংহারেতেই নব্য সৃষ্টি হয়
নব-সভ্যতার আবার হবে উদয়...
           ***********

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now