Anamika

176 8 3
                                    

অনামিকা

এসেছিলাম ব্যাকুল হয়ে প্রেমে তৃষার্ত ---
ফাঁকা নীড়ে ঘুরে ফিরে ক্লান্তিতে ব্যর্থ !
অনাবিল প্রাঞ্জল কিংশুক যায় যে শুকিয়ে ---
তবু থাক্ আশা , যতেক ভালোবাসা অন্তরে লুকিয়ে !
এ যে অভিষাচিত আশনাই !
নয় যে বিভীষিকা ---
তবুও কুহক আলেয়ার মতো
চিক্ চিক্ মরীচিকা !!
যারে ভুলিতে নারি ! কহিতে পারি !
যার তরে জন্ম -জন্মান্তরাবধি
আত্মোৎসর্গ করিতে পারি !
সেই সে অভিলাষা ভালোবাসা ---'অনামিকা' ॥

রচনা কাল ঃ--
১৯-০৫-১৬ ইং ,                                         ঝড়োমেঘ ।
   শিলং - ৪ ।                                          ( সিক্তা বিশ্বাস )

ঝড়োমেঘ সংকলন Tempat cerita menjadi hidup. Temukan sekarang