বৃষ্টি , তুমি কবিতা

86 0 0
                                    

---- বৃষ্টি , তুমি কবিতা ----

বৃষ্টি , তুমি চাতক মনের আশা ,
মেঘলা মনের বাদলা দিনের
সাধন ভালোবাসা l

কখনো রিম ঝিম উদাস সুরে
দূর হতে যাও দূরান্তরে
খেয়ালী মনের খেলার ঘোরে
ঝাঁপিয়ে বেড়াও দূরে দূরে l

অঝোর ঝরার মাতন নেশায়
শস্যক্ষেত্রের উর্বরতায়
মেঠোপথের সোঁদার নেশায়
দুকূল ভরাও মাদকতায় l

বৃষ্টি , তোমার মিষ্টি বাহার
প্রেমের মুকুল ফোটাও নেশার !
মন- মহুয়ার মাতাল মনে
নেশা ধরাও ক্ষণে ক্ষণে l

বৃষ্টি , তোমার মহিমা অপার ---
দামাল মনকেও উদাস করো !
মেঘ- মল্লারের তানটি যে ধরো ,
উদাসী মনকেও সুরে সুরে ভরো l

বৃষ্টি , তুমি কেবলই কবিতা ....
খেয়ালী মনের পাগল-পারা
ভাবনার শোভিতা l

*** ঝোড়োমেঘ সংকলন ***
            শিলঙ l

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now