ভ্রমণ বিলাসী

7 0 0
                                    

ভ্রমণ বিলাসী
~~~~~~~~
#ঝোড়োমেঘ
২৮/০২/১৯ ইং

সাঁঝ-সকালে নিত্য ভ্রমণ
সজীব রাখে তন ও মন।
মেঠো পথে বনের ছায়ে
ফুরফুরে হাওয়া লাগে গায়ে...
আজ যে আমি কালের প্রবীণ
লাঠি বিনা চলার নেই সুদিন!
তবু আছে মনে বল ও জোর
নিত্য লাঠি নিয়ে তাই যাই সুদূর ---

************

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now