~~~রসভঙ্গ~~~

13 0 0
                                    

*#ঝোড়োমেঘ#*
    10 -3 -18 ইং,
   *#শিলং#*

খাঁচার ভিতর অচিনপুর !
মন  যে হারায় দূর  থেকে দূর •••
মন-পাখির ডানায় বাহারি রঙ •••
রঙিন ডানা প্রসারিত সর্বক্ষণ  •••
স্বপ্নিল মোহে নিদ্রা ঘোরে
অরুণ কান্তি সৌম্য মূর্তি আঁখির 'পরে ----
স্মিত হাস্যে  সুমুখে  দাঁড়িয়ে
প্রশস্ত দুবাহু আলিঙ্গনে বাড়িয়ে •••
আলো-আঁধারি অপূর্ব সম্মোহিত ভঙ্গিতে
প্রেম মধুর বসন্ত বাহার রাগিণীতে •••
সংবৃত প্রিয়ার সংযত ভাব !
সম্বিৎ তাড়নায় উচ্ছ্বাস অভাব !
উদ্বেল তরঙ্গের দোটানা জবাব !
আবেশে কাঁপিছে পরাণ প্রিয়ার !!
ঈপ্সিত আশ অভিসার হিয়ার •••
বেষ্টিত গণ্ডি দোটানা মনের !!

তৃষিত হৃদয়ের ঈপ্সিত রেশ •••
বিবেকের হাতে হয় কি শেষ !!
হৃদয়ের স্পন্দন দুর্নিবার !
কেবলই কয় ,মিলন তিথি
অহর্নিশি না রয় !
বৃথা তারে করোনা ক্ষয় !!

আবেশ-মোহে চিন্তামগ্ন !
অধিক চিন্তায় স্বপ্নভঙ্গ !!
অদৃশ্য প্রানোসখা সৌম্যকান্তি !!
ধূলিস্যাৎ করে ঈপ্সিত আর্তি !
একি যাতনাদায়ক অলীক স্বপ্ন !!
বিবশে অবশ প্রিয়ার অন্তরঙ্গ !!
এই কি জাগরণের রসভঙ্গ !!!

     *****************

ঝড়োমেঘ সংকলন Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ