মানবিকতার তরে এ করাঘাত ! হবে কি কোনোদিনও ফলপ্রসূ নাকি রয়ে যাবে অযথা কল্পাঘাত !

20 1 2
                                    

~~ সেকেলে বেহায়া~~

খেয়ালীপনায় ভরছি পাতা
বাস্তবজ্ঞানে শূন্য খাতা !
দুনিয়াদারিতে বেমালুম বেখবর !
খবর নিলেই কেবল বুক ধড়ফড় !
জানতাম দয়া ,মায়া ,মমতা
সংসারের এ তিন ক্ষমতা l
এ নিয়ে ছিলাম নিত্যানন্দে
মানবিকতার আতরি সুগন্ধে ----
দুনিয়াদারির ছিলনা পরোয়া ,
মিশুকে ,হাসি-খুশি পরিচিতি ঘরোয়া l
অগ্রগতির নেশায় মেতে
সমাজ সংসার মাতলো পাল্টাতে !
আজ সেই অনুভূতিগুলি কেবলই সেকেলে !
ধার দিতে ব্যস্ত সবাই নিজেদের আক্কেলে !
হাল ফ্যাশনের নেশার মাতন ,
ছুটছে বন্ বন্ বাড়ছে আয়তন !
সাতমহলা প্রাসাদে আজ
হয়না প্রবীনের মমতার রাজ্ !
বুড়ো-বুড়িদের আজ কে দেয় মান ---
' বৃদ্ধাশ্রম ' যে তাঁদের একমাত্র স্থান !
সুরক্ষা সেথায় ছিল অনুমান ,
বাস্তব বাটছে ভিন্ন জ্ঞান !
আজ ব্যবসাদারির পাল্লাভারী !
' হেমলকের ' সুবাদে সুযোগ নিচ্ছে বৃদ্ধাশ্রম কারবারি !
' হেমলক ' , ঈশ্বরের এক বিস্ময়কর দান !
রস সেবনে নিশ্চিন্তে পরলোকে পারি ....
দর্শায় কারণ স্বাভাবিক ! মতলব আনজান !
বস্তুত ,সেথায় আজ নেইকো নিরাপত্তার বালাই ,
ব্যস্ত সবাই প্রতিযোগিতায় কে কত বড় কসাই !
তুমি আমি ভায়া সেকেলে নির্বোধ বেহায়া !
তবুও আঁকড়ানো মনে মমতা ,দয়া, মায়া !

##ঝোড়োমেঘ ##
**করাঘাত সংকলন **
শিলং l

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now