কবিতা:আপনজন

12 0 0
                                    

*আপনজন*

*ঝোড়োমেঘ*
(সিক্তা বিশ্বাস)
৮/৩/২০২০ ইং।

প্রেম চির কাঙ্ক্ষিত যতনে রক্ষিত হৃদয়ের দ্যুতি•••
কালের ছোঁয়ায় নেই পরোয়া চির ষোড়শী যুবতী•••
******************
ফাগ-বসন্তের তনুমন
আবেশাচ্ছন্য সারাক্ষণ •••
সয় না তাঁর ক্ষণিকেরও বিরহ বিয়োগ,
অভিমানী প্রশ্নে প্রশ্নে তুলে ধরে নানা অভিযোগ!!

এ তোমার কেমন খেলা
লুকোচুরিতে নেশার ভেলা!
মেঘলামন যে বড় উতলা
কি করে রয় সে একেলা!!
কেমন সম্পর্ক আকাশ!
তোমায় বুঝি না! এ কি খেয়াল!
সকালে আবাহন তো বিকেলে বিসর্জন!!
এ কেমন ধারা•••শুধু আত্মগোপন!
চাই যে তোমার ছোঁয়া সর্বক্ষণ•••
বলোতো কি করে জড়াই যখন তখন!!? খেয়ালীমন তুমিই কি আপনজন•••
কি বিচিত্র তোমার প্রেম-সাধন!
না কি সামলে থাকার প্রশিক্ষণ!!
অনন্ত আকাশের এ কেমন রহস্যময় মন
বিস্ময় ঘটাচ্ছে সারাক্ষণ!!!
তবু দেখ, তোমারই আবেশে এ মন•••
অসীম অনন্তের দিকে কেবল চেয়ে•••আকুল হয়ে•••
শুধুই আকাশ ছোঁয়া••• আর আকাশ চাওয়া•••

***********

ঝড়োমেঘ সংকলন Waar verhalen tot leven komen. Ontdek het nu