বাংলা কবিতা:'মলিন মুজরা'

4 0 0
                                    

===মলিন মুজরা===
===============

ঝোড়োমেঘ
(সিক্তা বিশ্বাস)
১৭/১২/২০ইং,
হায়দ্রাবাদ

অন্ধ গলির জলসাঘর
মাদক নেশায় নিশি ভোর,
ব্যতিক্রমী মায়াডোর
কত মঞ্জিমার আর্তস্বর!

দিনের আলোয় ভুল গলি
চাঁদের আলোয় ঝলমলি...
গোলাপ আতর জুঁই বেলি
ইন্দ্রজালে ফুলকলি!

অযাচিত যত অচেনা সোহাগ
অসহ্য  কত আঁচড়ের দাগ!
বেরঙিন কত সোহাগী ফাগ
অশ্রুত যত অভিসারী রাগ!

অপহৃত কত মৌন যৌবন
কত অভাগীর বাধ্য-সমর্পণ!
সলিল সমাধি সাধ ও স্বপন
অবলুপ্ত ক্রমে কত মুঞ্জরণ!

               ***********

ঝড়োমেঘ সংকলন Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin