Leela

58 5 2
                                    

লীলা

"শরণাগত দীণার্ত পরিত্রাণ পরায়ণে ।
সর্ব্বস্যার্তিহরে দেবী নারায়ণী নমোহস্ত্ততে ॥"
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

কলোনীর ছোট্ট মেয়ে লীলা ,
খেলা -ধুলায় কাটে তার সারাবেলা ।
সকাল দুপুর বিকেল ,
পুতুল ,রান্নাবাটি আর মার্ব্বেল ॥

মা বোঝায় তাঁর আদরের দুলালীরে ,
এভাবে কাটালে লোকে নিন্দা করবে যে ---
অবোধ শিশুর মনের খেয়াল  ,
দুপুরে মা ঘুমোলেই দরজা খুলে
বেড়িয়ে পড়ে মাঠে ,টপকে দেয়াল ॥

কে বোঝাবে এই অবোঝ দামালকে !?
পাড়ার মাসি বলে তাঁরে চুপিসারে ,
কোন সুযোগে নিয়ে যাবে ছেলেধরা তোকে !!
প্রশ্ন জাগে মনে !! ছেলেধরা !! আমায় কেন !!?
আমি আবার ছেলে হবো কোনক্ষণে !!?
অবোধ  মন অস্হির হয়ে ওঠে প্রশ্নবাণে !!

সেদিন দুপুরে শান্ত হয়ে শুয়ে মায়ের কোলে ,
প্রশ্ন তোলে ,মা ,মেয়েরা আবার ছেলে হয় কোন কালে !!?
মায়ের মনে পায়না তাঁর প্রশ্নের ঠাঁই !!
মা ভাবে ---হুজুকে-খেয়ালে
মেয়ের বুঝিবা মাথাটাই বোঝাই !!

রাতে শুয়ে মায়ের পাশে ,
হুজুকে-মন আবারো প্রশ্ন তোলে জবাবের আশে ---
'মা-- আমি ছেলে হবো কোন ক্ষণে !?'
মা কয়,'ছেলে হবি কেনে !?'
জড়ায়ে মায়ের গলা চুপি চুপি কয় ,
আর নাই উপায় !!
মাসিরে বাঁচাবো মেসোর হাত থেকে !!
নইলে যে মাসি যাবে মরে !!
ছেলে না হলে পরে
মাসিরে বাঁচাই কেমন করে !!?
বড় হলে মেয়ে হবো ,গিন্নী সেজে ঘরে রবো !!
কি করে তখন মাসিরে বাঁচাবো !!?
মেসোরা ছেলে ! তাঁদের যে গায়ে বল !!
আর মাসিরা মেয়ে !! তাঁরা যে ততই দুর্বল !!
মা তাঁরে ধমকায় !! চুপ্ !!বন্ধ কর্ তোর কল-কল !!

মায়ের থেকে নিরাশ হয়ে ,
একই প্রশ্ন তোলে পিতার কানে কানে --
জবাবের আশে ব্যাকুল নয়ন তাঁকায় পিতার পানে !!

মেয়ের প্রশ্নে উৎকন্ঠিত বাবা তাঁরে বোঝায় ----
কে কয় !! মেয়েরা দুর্বল !!
তাঁরাই শক্তি !! মা-দুগ্গার অংশ !!
জগদ্ধাত্রী !!বিপদতারিণী !!দনুজদলনী !!
তাঁদের সাথে লড়ে ওঠে !!
কোন অসুর কিংবা কংস !!?

একদিন সন্ধ্যায় ,
আঁতকে ওঠে  কোন আশঙ্কায় !!
মাসির কা-ন্-না !!
ঐ- - - বুঝি-বা-শো-না- যায় !!
মাসি কি আবার আজও অসহায় !!?

এক ছুটে দরজা খুলে ,
হাতে চারগুণ লাঠি নিয়ে ,
চোঁ- - চাঁ- - দৌড় মাসির ঘরের পরে ----
গাঁয়ের জোরে ঝাঁপিয়ে পড়ে মেসোর ওপরে !!
আজ বুঝি মেসোর আর রক্ষা নাইরে !!

অতর্কিত আক্রমণে মদ্যপ বেসামাল মেসো
হুমড়ি খেয়ে লুটিয়ে পড়ে ধুলার পরে !!
গোঁঙানির শব্দ প্রতিধ্বনিত হয়ে ফেরে - - -
অন্ধকারাচ্ছন্ন কলোনী ঘিরে !!

আজ বুঝিবা হ'লো ধংস !!
এলাকার আছে যত দানব ও কংস !!
শক্তিরূপিনীর আবির্ভাবে ---
সেজে ওঠে ধরা নতুন ভাবে !!

"আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে ।,,,
সাতরাঙ্গা রবি রামধনু হাতে মরণের বাণ হানে!
সপ্তকোটি সু-সন্তান বিজয় মাল্য আনে।
সপ্ততীর্থ এক সাথে হয় হৃদি মন্দির দ্বারে--
        জননী এসেছে দ্বারে
     তোলে নাও বুকে তাঁরে ॥"

রচনা কাল :                                                                    ঝড়োমেঘ ।
০৪-১০-১৬ ইং ,                                                           (সিক্তা বিশ্বাস )
     শিলং ।,

ঝড়োমেঘ সংকলন Dove le storie prendono vita. Scoprilo ora