অব্যক্ত

29 2 0
                                    

অব্যক্ত

কতো কথা মনে হয়
কিছু ব্যক্ত ,কিছু অব্যক্ত রয় !!
তবু দুটি মন আপন হয়
এমনি বোধহয় ভালোবাসা হয় ।

মনে মনে আশা রয়
ঐ বুঝি প্রাণ ছোঁয়া কথা কয়
কান পেতে থাকি যদি শোনা যায় !!
কিন্তু কোথায় !!?সবই যে অব্যক্ত হায় !!

যত আশা তত টান
বাড়ে শুধু মান-অভিমান !!
তবুও পাশে রই দুজনে দুজনার ,
আশা নিয়ে আরও একবার ।

# ঝড়োমেঘ সংকলন #

দিনাঙ্ক :-- ১০ - ০২ -১৭ ইং ।

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now