সজীব প্রাণ

14 1 0
                                    



           *ঝোড়োমেঘ*
           *(সিক্তা বিশ্বাস)*
            *14-11-18  ইং*

বাজতো যখন স্কুলের ঘন্টা
বেজায় ভারী সবার মনটা !!
ভারী-ভরকম পড়ার বহর
একটানা নিত কত যে প্রহর !!!

স্যার ,ম্যাডামের গম্ভীর মুখ
ছাত্র- ছাত্রীর বড়ই অসুখ !!
কঠিন শাসন  ছিল যে স্বভাব
শিশুমন বোঝার বড়ই অভাব !

বাজতো যখন টিফিনের ঘন্টা
বেজান-ছাত্রদের হাসির ক্ষণটা ...
একদৌড়ে কেবল বেড়োবার তাড়া ...
বেহুঁশ বিলকুল !!
স্যার-ম্যাডাম কি ক্লাস ছাড়া !!

একমিনিটে টিফিন সাবাড়
ছুতো শুধু মস্তি আর খেলা করবার ...
চৌকিদারের অলক্ষ্যে  ফল চুরি ...
ধরা পড়লেই কাচু মাচু মুখ মায়াধারী  ...
সবাই মিলে জোটে শাস্তি 
শাস্তিতেও বেজায় মস্তি ...

বাজতো যখন ছুটির ঘন্টা
নেচে উঠতো বেদুইন মনটা
একছুট্টে  ঘরে যাওয়া ,
ফের দৌড়ে মাঠে ধাওয়া ....

  ক্লান্ত শান্ত সবুজ  মাঠ
নির্জীবতায় শুকনো কাঠ !!
হুটোপুটিতে পেতো জান ...
কলরবই তার আসল মান ..
ছিল যে শৈশব সতেজ সবল
উচ্ছ্বলতায় দুর্দমনীয় প্ৰবল ...

আজ যে শৈশব কলের যন্ত্র !!
শিশুভোলা নয়কো মোটেও স্বতন্ত্র !!
নেই মুখে সেই  সজীব হাসি
যান্ত্রিক যুগের হাতে শৈশব ফাঁসি 
চাই যে দিতে সজীব প্রাণ ...
সজীব শিশুই দেশের কল্যাণ ...

            ~~~~~~~

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now