~~এক ঝাঁক প্রশ্নবাণ~~

23 1 0
                                    

হিমেল রাতে বসি বিজনে
ব্যস্ত শুধু তারা সমীক্ষণে ,
সন্ধিগ্ধ চিত্তে মনে মনে ---
ঝঞ্ঝা ওঠে প্রশ্নবাণে ।

তারারা কি কথা কয় !?
তবে কেন আজ এমনি নিরব রয় ?
কিসের দ্বন্দ্ব ! নাকি দৃষ্টি গুণে !
অহেতুক আছে কি কিছু এই প্রাণে !?

জীবনে কেন এতো নিঃসঙ্গতা !?
এতো বাহার ! তবুও নেই কেন নিরাপত্তা !?
জীবন যদি হয় কেবলই বক্র -রেখার অবস্থান !
সহজ সরল জীবন-যাপন ,এ কেমন সমাধান !?

পথ চলাতে পথ হারালো !
জীবন-সঙ্গীর কথা ফুরোলো !
মূক্ হয়ে রয় আপন বশে !
তবু বসে আজও তাঁর আশে ...

# ঝড়োমেঘ সংকলন #
শিলং -- ৪ ।

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now