~~~~~*আলতো*~~~~~
*ঝোড়োমেঘ*,,,,,২৬ -২ -১৮ ইং,
(সিক্তা বিশ্বাস)
শিলং l
হৃদয় নয় এক যন্ত্র কেবল !
ভাব-আবেগ তার চরম প্রবল •••
মুহূর্তে যে লয় আপন করে !
আবার ক্ষীণ আঘাতে দেয় দূর করে !
এ যে এক ভরা দীঘি •••
ফোটে তাতে স্নিগ্ধ কমল •••
রাখতে হয় চির শুদ্ধসারে
যেমন পদ্ম-পাতায় স্ফটিক জল •••
অশুচি তার চোরাবালি !
লুকিয়ে থাকে পাঁকে পাঁকে !
নজর কেবল ডাকাতি তার !
পেরিয়ে আসা বেজায় ভার !
নয় যে সে কা'রো বশে !
রাখতে হয় ধরে প্রেমের রসে •••
ক্ষীণ আঘাতেও রক্ত ক্ষরে !
সম্পর্কের ঘনত্ব অনুসারে !
****************
