আগমনীর শুভ আহবান

20 0 0
                                    

~~~~কৈলাস সংবাদ~~~~

সোশ্যাল মিডিয়ার বহর
ত্রিলোকে তার টক্কর !
দেখে কৈলাসে শিব-দূর্গা ও
খাচ্ছেন পাক চক্কর ! 😃

***************************

ফন্দি এঁটে বললো নন্দী ,
কিছুতো করো বাবা !
মর্তে যাবার ঝামেলা পেলে,
মা , দেবেন তোমায় চোবা !
ট্রলি-ব্যাগটি যে গেল ছিঁড়ে
গেলবারের সফরে !
সারানো তো দূরের কথা !
ডুবে আছো গাঁজার ঘোরে !

মুচকি হেসে বললেন শিব ,
ভাবিসনি তুই অতো !
চিন্তা কি তোর একার যত !?
যতই হই না নেশায় বম্ !
আমারও আছে চিন্তা ! বেশি বৈ , নয় কম !
এঁটেছি যে এবার ফন্দি জোরদার !
ভাবিসনি , হবেনা কোনো অশান্তি ও চিৎকার !

আঁটছেন ফন্দি শিব এবারে ......
--যেমন করে মর্তবাসী থাকে ,
ইন্টারনেটের ঘোরে ----
একাকীত্ব নাকি ঘুচে গেছে
এই আবিষ্কারের জোরে !
তাই দিয়ে আজ মাতাবো আনন্দে ....
আমি আমার দুগ্গিরে l

আজকের এই মেক ওভারের দুনিয়ায় ,
শ্রী-বৃদ্ধিতে থাকেনা কেউ বাকি !
তবে কেন কৈলাসপতি শিবের দুগ্গি ,
রইবে পিছিয়ে একাকী !
আগের মত পাইনা তাঁরে ,
সেই সে রঙিন আমেজে ---
কেমন যেন লেপ-ছেঁড়া ভাব ,
আমার দুগ্গির সাজগোজে !
আমি থাকতে এ স্বর্গলোকে
কে নেবে তাঁর কেয়ার !?
মেয়ে দুটো যা: সেল্ফ-সেন্টার্ড !
নেই কোনও লভিং শেয়ার !
ডিপ্রেশন এ ভুগছে সে যে ---
কেমন খিটখিটে মেজাজে !
আমি নাকি বদলে গেছি !
প্রকাশ্য তাঁর কথার ঝাঁঝে !

শুনেছি মুঠোফোনের দৌলতে নাকি
দূরত্ব যায় একেবারে ঘুচে !
আজ নাকি কেউ রয়না একা !
সব দূরত্ব মুঁছে !
যা'হোক কিছু করতে হবে
দুগ্গির খুশির কারণ !
যতেক খুশি দেবো তাঁরে ,
মানবো না ঔদাসীন্য অকারণ !

সোহাগ ভরে বললেন শিব ,
যাওনা গো একবার পার্লারে ,
হালফ্যাশনে সেজেগোজে
এসো মর্তভূমি আনন্দে ঘুরে l
তার ওপরে শুনছি এবার ,
মর্তে নাকি ভণ্ড গুরুরা দিয়েছে চারা !
এমনি হ'লে ধৰ্ম বুঝিবা আস্তে আস্তে হবে সারা !
সময় থাকতে যাওগো দুগ্গি ,বিনাশ করো অধর্মরে !
দনুজদলনী রূপে তুমি রক্ষা করো তোমার সন্তানেরে !
এইনা বলে শান্তভাবে অবাক করে ,
শিব , দিলেন উপহার দুগ্গিরে ,
হতচকিত দুগ্গি যেন
ভাসছেন আবেশে একেবারে ...

এই নাও দুগ্গি দিলাম তোমায়
লাইট-ওয়েট মডার্ন ট্রলিব্যাগ ,
ও'তে আছে মনের মত ল্যাপটপ আর আইফোন ,
মর্তে গিয়েও আমার পাশে
রইবে তুমি অপৃথক সারাক্ষণ !
সারা বছর অনুভবে পাইনা তোমায়
যখন থাকো তুমি পাশে !
চারদিনের এই বিচ্ছেদের তরে
আকুল হই তোমার ফেরার আশে !
বম্ ভোলা বলে আফসোস তোমার
ঘুচিয়ে দেবো এবার আমি !
ভালোবাসার সাক্ষ্য-প্রমাণে
আর রইবেনা কোনও কমি !

অধীর আবেশে ভাবছেন দুগ্গি ,
অবাক ও লজ্জিত নতমুখে !
আধুনিক প্রযুক্তির আশীর্বাদে ,
ভালোবাসা ফিরে এলো বুকে ll

ঝোড়োমেঘ l
  শিলং l

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now