রসিক-শীত

5 0 0
                                    

রসিক-শীত
========
                  ঝোড়োমেঘ
                   22-12-18 ইং
শীত যে আমার খেঁজুরগাছে হাড়ি বাঁধার দিনে
বনফায়ার ও সেই রসের পিঠে-পুলির বনভোজনে
নেশা ধরানো কুল ,জলপাই আর আমলকী বনে
কিংবা হিমেল হাওয়ার সবুজপাতার কমলাবনে ...

শীত যে আমার গরম পশমে 
গল্পের বই আর চিনে বাদামে
লেপ-কম্বলে মোড়া উষ্ণতার  আরামে
নয়তো গরম চায়ের পেয়ালা চুমে ...

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now