ষষ্ঠপদী

4 0 0
                                    

স্যালুট
~~~~~
      ঝোড়োমেঘ
    ০২/০৩/২০১৯ ইং

দেশরক্ষা যুদ্ধযাত্রা শুধু বীর-জওয়ানদের নয়কো চারটিখানি কথা!
ঝড়-জল দাবদাহে, শীত-গ্রীষ্মে পাহাড়ায় থাকতে হয় যথা তথা!
মনের কথা গোপন করে কর্মযজ্ঞে ঝাপিয়ে পড়ে
হাসিমুখে মৃত্যু বরণ করে এগুতে হয় বীর সন্তানেরে।
আমরা চিত্তানন্দে নিদ্রাসুখে.. নিদ্রা বিহীন অতন্দ্র প্রহরী যত!
তোমাদের স্মরণে সমগ্র দেশের হয়ে করি এই মাথা নত  ।

             ***********

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now