নাড়ির টান

6 0 0
                                    

নাড়ির টান
========
ঝোড়োমেঘ
(সিক্তা বিশ্বাস)
24-12-18ইং

বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি মা ও সন্তান
এ যে অনন্য অমোঘ নাড়ির টান l
একের নির্ভরতা অন্যের অবস্থান ,
মায়ের দুঃখে সন্তান হয় বিহ্বল ও বেজান !

মায়ের দুঃখে যদি হয় অবিচল সন্তান !
নিঃস্ব একাকীত্বে হয় সে মায়ের জীবনাবসান !
একে-অন্যে বিধাতার শ্রেষ্ঠ পরিপূরক ....
এইতো দৃঢ় বন্ধন জীবনের তৃপ্তি ও সুখ l

*****************

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now