~~~অক্ষয় ~~~

17 0 0
                                    

ভুল বোঝাবোঝি !?
এ যে মনের দায় ! সোজাসোজি !
যদি বলিস এড়িয়ে চলি !
তবে একি আমার একার দায় !? তাও বলি ,
শোন , নেই শুধু তোর একার মন ,
যে করেছে আমায় আপন !
আমিও তো কিছুই রাখিনি গোপন !
আর যদি বলিস শুধুই মান ---
এ ও যে কেবল তোরই দান !
জানেন শুধু ভগবান ।
তবে আজ শুধু কথা দিয়ে
যাবো সব বাঁধা এড়িয়ে !
থাকবো সাথে গণ্ডি পেড়িয়ে ,
রবো দুজনে আবার একই ফ্রেমে জড়িয়ে ,
যেথায় নাহি লয় ! আছে শুধুই প্রেমের জয় !
প্রমাণিত ভালোবাসা চির অক্ষয় ।

# ঝোড়োমেঘ #
শিলং - ৪ ।

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now