বাংলা কবিতা:--আকিঞ্চন

13 0 2
                                    

আকিঞ্চন

ঝোড়োমেঘ
(সিক্তা বিশ্বাস)
১৮/৪/২০২০ইং

এই দুনিয়ার প্রেম বাহার
কারো পূজা কারো আহার!
লোভাতুর মন লোভে খুঁজে
নির্লোভী রয় নিশ্চুপ মুখবুজে!

সার্থান্বেষী দুনিয়া কারও ধার ধারে না!
আপন ভাব ছুঁড়ে দেয় মনোবিচার করে না!
ভিন্ন ভিন্ন ব্যক্তির ভিন্ন ভিন্ন সত্ত্বা
অবলীলায় হয় ভাবের নিত্যদিন হত্যা!

আমরণ জীবের কাঙ্ক্ষিত প্রেমাধার
শ্রীচৈতন্য বিলিয়েছেন সংকীর্তন ভাব বাহার.....
নির্লিপ্ত সে জন উদিত যার ভাব বোধ
কামাতুর ব্যভিচারী সেই বোধে নির্বোধ!

প্রেমসুন্দর মনের ঈপ্সিত আচরণ
বিশ্বব্যাপী প্রসারিত যদি হয় বিতরণ
প্রেমাংশু লুটে নেয় ঈপ্সিত প্রেমাঞ্জন
প্রেমময় বিশ্বের এইতো আকিঞ্চন....

             ************

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now