*এক মুঠো রোদ্দুর*

27 0 0
                                    

*এক মুঠো রোদ্দুর*

তোমার আমার প্রাণের খেলায়
সুখে ভাসা অনন্ত দোলায়
আনন্দ তরণী ছিল শুধু
এক মুঠো রোদ্দুর •••

এক মুঠো রোদ্দুর
ঠেলে নিরাশার দোলা
যত পারে তত দূর •••

অভিমান যেথায় পুঞ্জীভূত মেঘ !
ঘটায় দুর্যোগ প্রবল বেগ !
সেথায় বাড়ায় প্রীতি আলোর দ্যুতি
অমল মিষ্টি মধুর--এক মুঠো রোদ্দুর •••

হাসির ঝিলিক বাহারি তিলক
ঘুচায় যত অকাল কীলক
মিঠে মেজাজি প্রেমতরণি--এক মুঠো রোদ্দুর •••

প্রেম প্রীতি হাস্য মুখ
স্বপ্নিল আশা পরম সুখ
এ যে আশীষ দোলা ,মনের খেলা •••
দানে শুধু এক মুঠো রোদ্দুর •••

রস বাহারি আমেজি নেশা
প্রেমানন্দ প্রাণেতে মেশা•••
অম্লান প্রেমসুন্দর••• সেই এক মুঠো রোদ্দুর •••

*ঝোড়োমেঘ*
23-2-18 ইং ,
শিলং l

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now