সুসন্তান

5 0 0
                                    

সুসন্তান
======
             ঝোড়োমেঘ
           (সিক্তা বিশ্বাস)
             17-12-18  ইং

জগতে সুসন্তান
তারেই বুঝি কয় ,
মা-বাপের দুঃখ-কষ্টে
যে সর্বদা পাশে রয় l
সন্তানের মুখে আহার তোলা
যদিও মায়ের কর্তব্য ও কাম
তেমনি অসহায় মায়ের পাশে
থাকাই আসল সু-সন্তানের নাম l

         ****************

ঝড়োমেঘ সংকলন Unde poveștirile trăiesc. Descoperă acum