সজীবতা

6 0 0
                                    

সজীবতা
=======
              ঝোড়োমেঘ
            (সিক্তা বিশ্বাস)
              18-12-18 ইং l

বাজে যখন ছুটির ঘন্টা
নেচে ওঠে ছাত্রদের মনটা...
আনন্দে মেতে হৈহৈ করে ঘরে যাওয়া
ফের দৌড়ে কখন  মাঠে ধাওয়া!!
দু'ধারে সজীব সবুজ চাষের মাঝে
লাল মেঠো পথ মুখিয়ে বাহারি সাজে
সবল হুটোপুটিতে পায় সে জান
শিশুর কলরব ই তার আসল মান !
            *****************

ঝড়োমেঘ সংকলন Onde histórias criam vida. Descubra agora