~~~নানান রঙের দিনগুলি ~~~

13 0 0
                                    

#ঝোড়োমেঘ#
    ৪ -৩ -১৮ ইং,
  *শিলং*  l

সেই যে ছিল কলেজ-দিনের মস্তির আড্ডাগুলি 
চায়ের পেয়ালা ,রকবাজি আর হৈ-হুল্লোড়ের দিনগুলি
সবাই মিলে আমেজে ভেসে গাইতাম  যখন গান
মনের টানে মাতাল নেশায় জড়িয়ে যেতো প্রাণ •••
দিনেরশেষে নিয়মের বশে ফিরতাম  যখন ঘরে ,
তখনও যেন আড্ডার রেশ থাকতো মনের 'পরে  •••
হঠাৎ কালের চাপের তোড়ে সবাই ছিটকে গেলাম !
হাতেগুনা  জনা কয়েক সাথী শুধু একসাথে পড়ে রইলাম l
সঙ্গী-সংখ্যা কম হলেও চেতনাতে নেই কোন হেরফের !
ইয়ার্কি ,আড্ডা,খুনসুড়ি সহ রইলো সব উত্তেজনার ভিড় !
প্রতিদিন কতো যে প্রহর নিতো কতো প্ল্যান আর প্রোগ্রাম !
কতো খুনসুটি ,কতো ইয়ার্কি আর ভাষণের উদ্দাম !
মনের মাঝে লেগে থাকতো যেন নিত্য বসন্তের রং•••
একে অন্যের প্রাণের দোসর করতো কতো না ঢং !
বিন্দাস ভাবে যায় না যে দিন স্বপ্নেও ভাবিনি সেদিন !
কোথা দিয়ে যে পড়লো ফাঁকি !  হারিয়ে গেলো কলেজদিন !

এরপর ,বিশ্ব বিদ্যালয়ের দৌড় যে আরও ভিন্ন স্বাদের ---
কে যে শিক্ষক ,কে যে ছাত্র আড্ডাস্থলে সমীক্ষণ বড় ফাঁদের !
যাক্ , 'ময়ূরভঞ্জে'র সামার হাউসে হলো শুরু আড্ডার আবার •••
দেখতাম সেথায় , গ্রীষ্মকালের ধুম দুপুরে ভিড় রূপালী তারকার !
বুকফুলিয়ে ভাবতাম কেবল ,এরা আমাদেরই একজন !
অটোগ্রাফ-লাইনের বহর দেখে মনে হতো শুধু  --
ধন্য ! এরা আজ বড় মাপের ! সত্যিই  মানি গুণীজন !
স্বপ্ন দেখতাম আর ভাবতাম , বোধহয় এক-দু'জন
হ'বো  এদেরই মতো রূপালী- পর্দার মানি-গুণীজন •••
অটোগ্রাফের লম্বা লাইন থাকবে নিশ্চয়ই আমাদের‌ও পিছন•••
ভাবতে ভাবতেই  অলীক -স্বপ্ন  কোথা দিয়ে যে হলো হাওয়া !
বিধির বিধানে নির্দিষ্ট কারণে শুধু  চেষ্টা প্রতিষ্ঠিত হতে চাওয়া !
জীবন যে ভাই , এক রঙ্গমঞ্চ কেবল সংঘর্ষ আর হাসি-কান্নার !
ঈপ্সিত বাস্তবকে স্বপ্নে রূপান্তরই যেন জীবনের উপহার !

                         ********************

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now