বাংলা কবিতা:'ভোল'

3 0 0
                                    

ভোল
========

ঝোড়োমেঘ
(সিক্তা বিশ্বাস)
১/১২/২০ ইং,
হায়দ্রাবাদ

'সংসার সুখের হয় রমণীর গুণে।'
সুতরাং পুরুষ তুমি থাকো সিংহাসনে!
আমার 'আমি' ছেড়ে দিলে সংসারে সুখ নিশ্চিত!
তাই বলে কি সেল্ফ ক্যায়ারে লাপাত্তা হওয়া উচিত!?
ইচ্ছেমত সেল্ফ ক্যায়ার, নারী পারেনি করতে শেয়ার!
যৎসামান্য প্রকাশ পেলেই
নিন্দের ঝাঁপি চিরকালেই!
রীতির জন্যে মানুষ যে নয়,
মানুষের জন্যেই রীতি হয়!
তবে কেন দায় চাপানো!?
বিপরীতে কেবল চোখ রাঙানো!
বাঁধ ভেঙে নারী যখন দাঁড়িয়ে সমান্তরালে
বাধ্য হয়েই কানাঘুষা আড়ালে আবডালে!
লোক দেখানো ভাওতাবাজি!
নারী জাগরণে পূর্ণোদ্যমে রাজি!
বিবাহ বিচ্ছেদের হার আঙুল দেখায়!
এ ও পিঠ-পিঠেতে চাকুবাজি!
ভোল পাল্টানো সমাজের এই তো কারসাজি!

***********

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now