~~~ ছিন্ন তাল ~~~

19 1 0
                                        

প্রেমের তানে মনের বানে
খুশিতে দোলে আমেজি মন ...
সকাল বিকাল সারা বেলা
প্রেমকে খোঁজে সারাক্ষণ ...
কোথায় যে আজ সাঁঝের মেলা
কি করে করি জলকেলি খেলা...
কোন নেশাতে মত্ত হয়ে
সাধে কাটাই সারা বেলা ....
হুজুগে বয় প্রেমের কাল !
মনের নৌকো টালমাটাল !
কষে ধরতে বেসামাল !
ভীত ত্রস্ত প্রেম বেহাল !
অচিরেই গেল মোহের কাল
বাস্তবতা গড়ে দেওয়াল !
সব স্বপ্ন ভাঙা খেয়াল !
যেন বসন্ত-বাহারের ছিন্ন তাল !

##ঝোড়োমেঘ ##
11-2-18 ইং ,
শিলং l

ঝড়োমেঘ সংকলন Où les histoires vivent. Découvrez maintenant