*উড়োচিঠি*

15 0 0
                                    

         

  #ঝোড়োমেঘ#
     18-3-18 ইং,
    #শিলং#

*প্রিয়* ,
না কোন চিঠি ! না কোন সন্দেশ !
কি সহজে লুকোলে তুমি নিজের হদিস !
কোথায় গেলে ! কোন সে দেশ !
রেখে প্রাণের 'পরে  প্রাণের রেশ •••
****************************
হারিয়ে গেলে মনেরমানুষ ••••
হারিয়ে গেল  খেয়াল !
সামনে এসে দাঁড়িয়ে গেল
বাস্তবতার অলঙ্ঘ দেওয়াল !
এ যেন পাথরে ঘেরা
ভঙ্গুর পেলব আয়না !
গুঁড়িয়ে দেওয়ার ইচ্ছে শুধু
মনের ঈপ্সিত যত বায়না  !
আর পাবেনা ছুঁতে আকাশ !
আর পাবেনা মুক্ত বাতাস !
টানতে হবে এবার জোয়াল
নিয়ে  বুকভরা হা- হুতাশ !
বাধ্য আমি ! দিলেম তোমায়
চির বিদায়ের আশ্বাস !
কখনো ছিলেম তোমার
একান্ত আপন বিশ্বাস !
আজ শুধু এক বিগত তিথি ---
উড়ো চিঠিতে জানাই তোমায় ---
*শুধু ভালোথেকো* !!
      ইতি---- অযাচিতঅতিথি•••

           ***************

ঝড়োমেঘ সংকলন حيث تعيش القصص. اكتشف الآن