~~~ব্যতিক্রমী ~~~

23 0 0
                                    

শীত-পিয়াসী ,শীতকে জানি
শীতের আমেজি মন ...
ব্যতিক্রমী নেশার চোটে
খেপাটে যখন তখন !
আমেজিমনে কমলাবনে ---
করবো ডাকাতি, দৃঢ় নিরীক্ষণে !
আপন চালে মনের বলে ---
শীতের 'ফুলন' আমি কমলাবনে ....

আবার দেখবো ঘুরে বন-বাদাড়ে ,
মনের পিস্তলে বুকের জোরে !
শিকার করে কোনো বুনো-মোরগেরে ,
শুকনো পাতায় জ্বালিয়ে আগুন !
বুনো তৃপ্তিতে ভরাবো মন ....
করবো বনফায়ারে বনভোজন !
নিজেরে মানি ,আমি আজ 'বনের-রানী' ....

নিয়ে প্রেমের-বাণ----
দেখবো ঘুরে জগৎ জুড়ে
কেউ কি আমায় উপেক্ষা করে !?
সেজে 'চিত্রাঙ্গদা' করবো যুদ্ধ !
জিতবো হৃদয় করে শরবিদ্ধ !
আমি বীরাঙ্গনা !
যুদ্ধ জয়ে আমার জিৎ !
হৃদয়ের পরম তৃপ্তি !
রাজকীয় পরম হিত ....

কে দিচ্ছে এই জীবন বাণী !?
সবাই মৃতপ্রায় আজ !
বেজান কাঠপুতুল জানি !

প্রতিবাদী আমি !
ব্যতিক্রমই আজ চলার সাজ ...
একঘেয়েমিতে পড়ুক বাজ !
বাঁচবো আমি মনের তেজ এ !
নিত্য বাহারে সেজেগুজে ....
জানি , একঘেয়েমো মৃত-মান !
তাইতো ,ব্যতিক্রমই মানছি আজ
সজীব জীবনের আঘ্রাণ ....

#ঝোড়োমেঘ সংকলন #
31-12-17 ইং ,
শিলং l

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now