আশার কিরণ

23 0 0
                                    

আশার কিরণ
~~~~~~~~
              ঝোড়োমেঘ
             ১৮/০৪/২০১৯

অন্ধকারে মোমের রোশনাই
শত ঝঞ্ঝায় আশার কিরণ টাই
এইতো আলো একটু আশা
এই-ই বুঝি জীবনকে ভালবাসা..
মোমটি যেমন তিমির নাশন ্!
তেমনি বাঁধবো আশার বাঁধন...
লয় হবে সৃষ্টি ছাড়া জীবন ধারা!
হবে নব নব সৃষ্টি আলোর দ্বারা...

          ************

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now