মনকাড়া দৃশ্য

9 0 0
                                    

মনকাড়া দৃশ্য
==========
             ঝোড়োমেঘ
         ২১/০২/২০১৯ ইং
গরুর গাড়িতে অতিথি বিদায়
বিরস বদনে সবাই চেয়ে রয়!
মেঠোপথ ধরে গরুর গাড়ি যায় ---
জোড়া গরুতেই গাড়িটি  যে বায়।

ধীর মন্থর গতিতে গাড়িটি চলে--
দু'ধার তার পরিপূর্ণ হরিৎ ফসলে....
কি মনোরম শোভা যেদিকে চোখ যায়...
ছবির এই দৃশ্য বাস্তবে লুপ্ত প্রায়!!!
         **********

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now