~~~চিরসাথী~~~

82 0 0
                                        

#ঝোড়োমেঘ#
  (সিক্তা বিশ্বাস)
  ১৩ - ০৩ - ১৮ইং,
  #শিলং l

আজও সেই মনটি আঁকড়ে
কতো বসন্ত পার করে ---
রয়েছি দু'জনে  সেই স্বপ্নের ঘোরে •••
একে অপরকে আস্থা করে •••
জন্ম জন্মান্তরের শুভাশীষ ধরে---
ওগো চির সাথী আমার •••

আজো আছে মনে ,
কথা দিয়েছিলে কতো যতনে ,
এক রঙিন দিনের শুভক্ষণে •••
সোহাগী- পরশের আমেজি মনে---
ঝড়- তুফানে হোকনা দরিয়া যতই বেহাল !
রাখবো হৃদয়ে যতন ভরে চিরটা কাল •••
আছি আনন্দে সেই স্বস্তি ও বিশ্বাসে •••
ওগো চির সাথী আমার •••

কতো সুখ-দুঃখের পাহাড় ঠেলে
চির আস্থার ডানাটি মেলে
ভিড়ালে নৌকো সদর্পে সবলে 
সবুজদ্বীপের সুখের কূলে •••
বিকশিত যেথায় পুষ্পদু'টি  •••
দিয়েছে ঈপ্সিত মান পরিপাটি •••
অভিষাচিত মুক্ত প্রসারিত এই আঁচলে •••
আজ আমি পূর্ণ হয়ে ধন্য •••
এই আনন্দধামের ঠিকানায় •••
ওগো চির সাথী আমার •••

          **********

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now