অনুরাগ

37 0 0
                                    

*অনুরাগ*

#ঝোড়োমেঘ#
(সিক্তা বিশ্বাস)
16 -2 - 18 ইং ,
শিলং l

ফাগুন হাওয়ার এমনি জাদু ! নেশা ধরায় মহুয়া-মধু •••
শাল-পিয়ালের বনে বনে , অলক্ষ্য রঙ লাগে মনে •••
গোলাপ,পলাশ অশোক-শিমুল কয় যে ডেকে --ভালোবাসি•••ভালোবাসি •••
প্রকৃতির এই বিচিত্র বাহারে দোলে যে মন আনমনে •••দোল লেগেছে তাঁর ও মনে •••••

গাঁয়ের সেই মেয়েটি --- সুখ-দুঃখ যাঁর প্রকৃতির টানে ! জোয়ার ও যে তাঁরই বানে !
জড়িয়ে আছে তাঁরই সাজে ,মনোলোভা সকাল সাঁঝে ,
নামটি - 'শ্রী' , ডাগর আঁখি ,শ্যামলা বরণ কন্যা , ধীর স্থির ,গায়ে তাঁর ভরা যৌবনের বন্যা ...
ধীরা সে যে চির অধরা ! ব্যতিক্রমী সেও আজ গুনগুনিয়ে মনে মনে !
আপন মনে ঘরের কোণে , কাজে ব্যস্ত সর্বক্ষণে !
কখনো কেউ দেখেনি তাঁরে সুর-ভাঁজতে গুনগুনে ,কাজের ফাঁকে আপন মনে !
ফাগ- মহুয়ার মাতাল নেশায় ,মন মেতেছে তাঁর বাসন্তী দোলায় •••
কেমন পলাশ-কুমকুম সাজিয়ে কপালে ,গোলাপ-চম্পা গেঁথেছে চুলে ,
কোন শিরীষের হিন্দোলে তাঁর মাদল বাজে আলতা পড়া পায়ের তালে •••
দোল লেগেছে গাঁয়ের মনে ! রোডোডেনড্রনের অলক্ত রঙ যে তাঁর চলার ঢঙে !

অবেলায় ডাক পাড়ে----'চল সখী , আনি জল ভরে •••'

হেসে কয় প্রাণসখী তাঁর ,----'কোন ফাগুনে উদাসী আজ !?
অবেলায় কাজের সাজ !কাজ নেই জল ভরে আর !'

প্রেমপিয়াসীর আর্তি ওই ----'শোন্ সখী ,বাঁ- - -শি- - - ও--ই •••
উচাটন মন নিয়ে কি করে আজ ঘরে রই !!!'

দেখ্না সখী , ' নীল আকাশে রঙের মেলা •••
বনে বনে নবাঙ্কুরিত শ্যামল পল্লব খেলা •••
গোলাপ,জবা,চম্পা,চামেলী ,বকুল ,পারুল নয়কো একা !!
পলাশ,পারিজাত ,অশোক ,কিংশুক ,শাল-পিয়ালের বনেও যে বাহারি দেখা...
কাঁপে বেণুবন দক্ষিণ সমীরণ আবেশে •••মাধবী মঞ্জুরি কয় হেসে হেসে --- প্রজাপতি দোলে ফুলে , তুমি আজ কোন কূলে !? মৌমাছিরাও ঘরছাড়া আজ !দেখো মৌয়ের নেশায় কেমন মাতলা সাজ •••গাঁথো বরণের মালা •••এবার যে অভিসারে যাবার পালা •••'

---হাসে সখী , বোঝে মনে মনে ••••
এ যে প্রেম পিয়াসী !!! প্রাণসখীর মনে আজ ,বাহারি সোহাগ •••এ যে ফাগ-আবীরের অনুরাগ •••গুঞ্জে কর্ণে মিষ্টি মধুর বাঁশির আওয়াজ ••• নীরবে ডাগর আঁখি দু'টি কেবলই আর্তি জানায় ---
মরি হায় ! এ বেলা ঘরে থাকা যে দায় ! বইছে বসন্ত বায় ••• বাঁশি বুঝি ও- ই- শো-না- যা- -য়•••কেবলই কয় যে ডেকে ---- ভালোবাসি •••ভালোবাসি •••

-------------------------------------

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now