ফাগ-জোয়ার

5 0 0
                                    

ফাগ-জোয়ার
------------------
                     *ঝোড়োমেঘ*
                      (সিক্তা বিশ্বাস)
                    ২৮/০২/২০২ইং

ফাল্গুন তুমি প্রাণের ছোঁয়া
হৃদয়ে গড়া প্রেমের মোয়া•••
তোমার ব্যাপ্তি আকাশ ছোঁয়া•••
তৃপ্তিতে সব বেদন খোয়া•••

তুমি যে শুধুই কালের স্রোত
হৃদয় সংযোগে ওতপ্রোত •••
এক লহমায় ক্ষিপ্ত গতি !
পলকে পলকে প্রতিশ্রুতি•••

আশা-ভরসার দে দোল  দোলা•••
মুক্ত মনের পাখনা খোলা•••
আবেগ দোলায় আত্মভোলা!
ফাগ-জোয়ারের শিল্পকলা•••

টঙ্কারে তার রাগ-অনুরাগ •••
মাতাল নেশার বসন্ত-বেহাগ
রঙ-পলাশের বাহারি রাগ•••
খেপাটে মনের মাতাল ফাগ•••

             **********

ঝড়োমেঘ সংকলন Opowieści tętniące życiem. Odkryj je teraz