~~মন রতন~~

22 1 0
                                    

~~~ মন রতন~~~

লেখ মন অতি যতনে
ইচ্ছে আবেগ যা আছে মনে
সবুজ মনে ভরাও খাতা
বাহারি মনের চিনার পাতা l

দুনিয়াদারির করোনা পরোয়া ,
সবাই চায় হওনা ঘরোয়া !
মনের বাহার নিত্য আহার ,
জীবন ধারণে সুচারু ব্যবহার l

বলে বলুক নিন্দুকেরা !
তোমার জীবনে ওরা কারা !?
তুমি যে মন সেরার সেরা ,
রাখতে হবে দিয়ে মজুদ বেড়া !

থাকো যদি মন আনন্দ আবেগে ,
সুগন্ধি আতর ছড়াবে উচ্ছ্বাসিতবেগে ....
আনন্দলহরী উঠবে দিগ্-বিদিকে ----
জয়োধ্বনি নিশ্চিত্ শেষরাগে ll

## ঝোড়োমেঘ সংকলন ##
9-12-17 ইং ,
শিলং - 4 .

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now