কবিতা:শুভ নববর্ষ

8 0 0
                                    

শুভ নববর্ষ

ঝোড়োমেঘ
(সিক্তা বিশ্বাস)
১৪/৪/২০২০ ইং।

কালচক্রের আবর্তমান অবয়ব
প্রতিরোধ কদাচ নয় সম্ভব!
গতিরাগের আবর্তনছটা মূল বিষয়,
প্রচলিত একের লয়ে পরের উদয়...
তাই বর্ষবিদায় ও বর্ষবরণ
প্রচলিত ক্রম আবর্তমান উদাহরণ!!
অসম্ভব আন্তরিকভাবে আজ উৎযাপন!
তবু মনে প্রাণে করি বরণ...
শুভেচ্ছা শুধু---
বিশ্বব্যাপী শুভ হোক নববর্ষ...
আনন্দোজ্জ্বল,প্রাণবন্ত নিত্য মুখরিত হর্ষ...
বিশ্ব শান্তি হোক বজায়
সিক্ত হোক বিশ্ব আনন্দধারায়....
        *************

ঝড়োমেঘ সংকলন Waar verhalen tot leven komen. Ontdek het nu