~~~ভ্রম ~~~

14 0 0
                                    


  #ঝোড়োমেঘ#
  (সিক্তা বিশ্বাস)
   ৬ -৩ -১৮ ইং,
   #শিলং#

কে তুমি এলে আমার স্বপ্নলোকে  !
খেলেছো একি নিষ্ঠুর খেলা--
নিয়ে ছলে ,বলে , কৌশলে !
যে ছিলো নির্ভীক ! দাম্ভিক ! আত্ম-অভিমানী !
তাঁরে নিয়ে এ ছলনা !  কি করে যে মানি !

এসেছিলে প্রিয় বন্ধু হয়ে ,
বন্ধুত্বের দাবি অন্তরে নিয়ে ,
করে প্রণয়ের প্রাণ প্রতিষ্ঠা ---
নির্বিকার ঘুরে বেড়ালে হেথা-হোথা !
এ হৃদয়কে সর্বংহারা করে দিয়ে !

মনে ছিলো , এ ছলনার পাবে নিশ্চয়ই তুমি কঠোর সাজা !
কাঙালের মতো ছুটে বেড়াবে হয়ে কোথাও মনমজা !
কৌশলে বোঝালে আমায় বারে বারে !
এ নয় তোমার বরাদ্দ !  তুমি স্বচ্ছ স্ফটিক  !
এ শুধু আমারই ভুল !  দিতে হবে আমায়ই মাশুল !

যখন বেঁধেছিলে প্রণয় ডোরে ,
ছিলো আশা ,এ ভালোবাসা শুধু আমার 'পরে !
আমি গরবিনী ! এ শুধু আমারেই যে সাজে !
ভাঙলো  ভ্রম !  পেলাম তোমায় নির্লিপ্ত !
ভুল ! সবই ভুল ! প্রণয় বেঁধেছে বাসা শুধু এই হৃদ-মাঝারে !
আমি যথাযথ সংবৃত ! অপমানে মরি লাজে !

ততদিনে একি তীব্র প্রলয়-ঝঞ্ঝা এ অন্তরে !
রয়েছে সদা সক্রিয় ! ভুলবার চেষ্টায় বারে বারে!
কিন্তু হায় !  কি তার উপশম !?
রয়েছে যে প্রেম  ধিক্ ধিক্ জ্বলন্ত অগ্নিশিখার ন্যায় ----
জিঘাংসায় সদা সক্রিয় এই তৃষার্ত হিয়ায়  !

যতই তারে ভুলতে চাই !
ততই দুর্বার তার স্পন্দন পাই •••
বুঝলাম এ জ্বলন্ত ! হয়না বিলুপ্ত !
এ যে সংশপ্তক ! চির সজীব ও শাশ্বত •••
সয়না উপেক্ষা ! রয়না নিশ্চুপ !  নির্লিপ্ত !
আত্মমর্যাদায় ,আত্মগ্লানিতে সদা ক্ষিপ্ত !

আছি আজ সংশয়ে !  কি করে এ মনরে বুঝাই !?
মন , এ নয় তোর প্রাপ্য !এ এক ঝটিকা মাত্র !
এসেছিলো অকালে অনাবিল অদম্য অনাহূতের ন্যায় !!
রয়ে গেলো...জ্বলন্ত অঙ্গার হয়ে চির জীবন্ত ----
ধিকিধিকি !!  এ হৃদয়ের গোপন মনিকোঠায় !!!

                 *********************

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now