#ঝোড়োমেঘ#
16 -3 -18 ইং,
#শিলং
স্বাধীনচেতা স্বাধীনতা !
হাত বদলে পরাধীনতা !
নিত্যি জীবন ধুঁকতে থাকা ---
স্বাধীনতার কেমন আওয়াজ ফাঁকা !
উন্নতমান গণতন্ত্র !
অভুক্ত হাওয়ার ষড়যন্ত্র !
এই কি ছিল দীক্ষামন্ত্র !
কতো বলিদান সুপ্তিতে ক্ষান্ত !
শৃঙ্খলে জড়াতে শৃঙ্খল মুক্ত !
জালিয়াতি ,চালবাজি হচ্ছে যুক্ত !
আজ ভাবলে রাশটা হাতে !
কাল পাল্টাবে তোমার সাথে !
ভাঙা-গড়ার ছলাকলা ---
কাটলো গুণে কতো বছর মেলা !
আজ যদি ফেলো পাশার চাল !
কাল সামলাবে তুমিই বেতাল !
করছো বেশ আজ উৎখাত !
করছে সবাই মুখবুজে বরদাস্ত !
ভেবোনা থাকবে তন্দুরুস্ত্ !
হবেই হবে কাল আবার কিস্তিমাত !
****************
