বাংলা কবিতা

8 1 2
                                    

সব ভুল কি সমতুল!

ঝোড়োমেঘ
(সিক্তা বিশ্বাস)
১১/৬/২০ ইং
হায়দ্রাবাদ

ভুলেই তো গেছি প্রায়! ম্রিয়মান স্মৃতিপট দর্শায়!
সে কবে কোন যুগে ছিল, হুজুগেপানা  হৃদয় বিনিময়!
কেমন আবছা মনে পড়ে-----
অফিসের সময়টা সুন্দর এডজাস্ট করতে
ঠিক আমার কলেজের সময় ধরে!
অবাক হয়ে ভাবতাম ,
ভালোবাসা কতো কি শেখায়!
যত্ন করে সব খবর রাখা....
ক'টায় ক্লাস... ক'টায় কলেজ যাওয়া... ক'টায় আবার ফেরা...
তখনতো স্বপ্নেও ভাবিনি এও ভুলে যাবো!

ভুলেই তো গেছি সব!
সেই একসাথে নাটক, সিনেমা দেখার পালা!
ক'দিন আগে থেকেই কবে যাবো!
কবে যাবো! জল্পনাতে কান  ঝালাপালা!
কতো না বলা কথা চোখাচোখিতে বলা...
এইতো প্রেমের আসল শিল্পকলা....
দূর থেকে দেখে এক ঝলকেই  কেমন বুক ধড়ফড়....
যেন দু'জনে দু'জনকে অহরহ বলছে ,
চিনি ওগো চিনি...জানি ওগো জানি... মানি ওগো মানি...

এত্তো সবও ভুলেই গেছি !
কালের দাপটে! সজোরে চাপটে !
দু'টি পথ দু'টি দিকে গেছে বেঁকে!
কেমন না ভাবা বিরহের ছবি এঁকে!
সত্যি! এত্তো বছরে একবারওতো পড়েনি মনে !
কোথা ছিল সেদিনের সেই সে টান! সেই আকর্ষণ!
একে অন্যের অন্তপ্রাণ! প্রাণের দোসর !
সময়ের সাথে জীবন ও কর্তব্যের দাবিতে
সব ছিল কেমন তলিয়ে যাওয়া অঘটা! বিস্মৃত!
আজ হঠাৎ কোনও এক বন্ধুর পাতায়
অজান্তে চোখ পড়ে যায় তোমার লেখায়!
ছোট্ট একটি মন্তব্য! কি তার ইন্দ্রজাল!
ম্যাজিকের মতো সুস্পষ্ট হয়ে যায় বিস্মৃত স্মৃতিপট!
কেমন দিন ক্ষণ সহ মনে পড়ে যায় স---ব চটপট!
ফিরে যেতে ইচ্ছে হচ্ছে সেই মুছে যাওয়া দিনগুলোতে....
ইচ্ছে করছে জুড়ে দিতে সেই ছিঁড়ে যাওয়া দোতারার তারগুলো....
যদি আবার বেজে ওঠে.....
ছেয়ে যায় সুরে সুরে ......
ঠেলে দেয় বাস্তবের সব বেড়াজাল!
কই এবারে তো ভুলতে ইচ্ছে হচ্ছে না!
সযতনে পুষে রাখতে ইচ্ছে হচ্ছে অন্তরের মণিকোঠায়...
ভাবছি শুধু কি করে সব ভুলেই ছিলাম!
একি ভোলা যায়! নাকি নতুন স্বাদের খেলার নেশায় ,
কিংবা বাঁচার তাগিদে অথবা মানিয়ে নেওয়ার চেষ্টায়!!
                    *****************

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now