Sadharan Kanya

83 5 2
                                    

সাধারণ কন্যা

কান্না -হাসির দোদুল দোলায়
কেটেছে যে দিন অবহেলায় !
কতো মুহূর্ত যে হেলায়-ফেলায় !
ভাবিনি কখনো রেখে যেতে হবে স্মৃতি --
চড়িবার আগে মরণের ভেলায় ॥

ভাবিনি কখনো কি আমার দায় --
কেমনে কেটেছে এ জীবন হায় !
যদি কেউ বা সে হিসেব চায় !
কি দেখাবে এ প্রজন্ম !
কেবলই দিয়েছি --- জন্ম !?

তাই আজি ভাবি মনে মনে ,
হয়ে বিভ্রান্ত প্রতি ক্ষণে ক্ষণে !
ধরেছি কলম বসি ঘরের কোনে ,
রেখে যাবো কিছু আঁকা -জোখার স্মৃতি --
রাখুক এ ধরা মনে ,অথবা ঘটাক বিস্মৃতি !

কখনো যদিবা কেউ হিসেব চায় !
কে ছিলো এ অনামিকা !?
প্রমাণ তুলবে ধরে ---
যত হ য র ল ব ! যত কাটা -কুটি !
আছে যত এই হি-ঝি-বি-ঝি , আঁকা -জোখা !

দেবে ভবিষ্যৎ এর যথাযথ উত্তর !
ছিলো সে তুচ্ছ ! অতি নগণ্যা !
নহে সে আলপনা , নহে সে রচনা !
নহে অসাধারণ ! নহে অনন্যা !
সে যে অতি সাধারণ সমাজেরই এক কন্যা ॥

রচনা কাল ঃ--
২৭--০১--১৬ ইং                                                ঝড়োমেঘ ।
      শিলং--৪ ।                                               ( সিক্তা বিশ্বাস )

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now