~~~~ আকূতি ~~~~
মন , কি বিচিত্র এই জীবন ! এই কি আমাদের সাধন !? একদিন তুমি বলতে আমায় , মেঘ , তোমায় বড্ড ভালোবাসি ! এমনি ছিল তোমার প্রেম-নিবেদন l ভাবতাম , এ তোমার ক্ষণিকের মোহ ! সাময়িক রসাস্বাদন ! আমার তো আছে ভরা সংসার ,আমার স্বামী , আমার সন্তান , এইতো আমার ভালোবাসার আধার l ওসব কেবলই তোমার স্তোকবাক্য ! এ যে জীবনের বেসুরো ঐক্য ! আজও কি আছে সেই সে ভালোবাসা নিষ্পাপ ,নিঃস্বার্থ !? এ যে অসম্ভব ! এর নেই কোনো স্থিতি ! নেই কোনো অর্থ ! এ যে ক্ষণিকের ভালোলাগা বৈ নয় ভালোবাসা ...শুধুই সাময়িক মোহ ! আজ আকর্ষণ ! আমি নিশ্চিত ! অতি সত্বর ! কাল হবে তা বিকর্ষণ ... কিন্তু মন , কালের স্রোতে জীবনধারা আমায় অঙ্ক কষে শিখিয়ে দিলো , আমি ভুল ! আমার এই সংসারে নেই যে কোনো আলো ...ওখানেই রয়েছে সম্পর্কের আড়ালে মুখোশধারী স্বার্থ ! নিখাদ ভালোবাসা এখানে কেবলই অনর্থ ! এখানেই যে স্বার্থের মূল বসত-বাড়ি l স্বার্থান্বেষী ভালোবাসার হাতছানি কাঁড়ি-কাঁড়ি ! আমার স্বামী , আমার সন্তান ভালো থাক্ , এ শুধু আমার ভালো থাকার স্বার্থবাদী ডাক ! তুমি তো ভালোবাসতে স্বার্থহীন ...কিন্তু তোমার মেঘের মন যে সেদিন ছিল ভুল ! বড়ই কঠিন ! বুঝতে পেরে কালের এই কড়া নাড়া ! আজ চাইছি সেই ভুল শুধরে দেওয়া ... তোমায় ফিরিয়ে নেওয়া l আজ দাও সেই অভিষাচিত ভালোবাসা ... আজ যে তাই আমার প্রাণের চাওয়া ,জীবনের আশা l তুমি ফিরে এসো মন , চলো নতুন করে গড়ি আবার জীবন l
ঝোড়োমেঘ সংকলন l
দিনাঙ্ক :-- 19 - 7 - 17 ইং ,
শিলঙ - 4 .
