￰ফেরিওয়ালা

4 0 0
                                    

ফেরিওয়ালা
~~~~~~~
             ঝোড়োমেঘ
         ০৫/০৩/২০১৯ ইং।

ফেরিই আমার কর্মধারা
এপাড়া-ওপাড়া নিত্য ঘোরা
মাথায় ঝাপি হরেক মালে বোঝাই করা!
আয় নেই তবু হন্যে হয়ে মাথা মারা!

দু-চারজনে কেনে কি না কেনে
তবুও চেষ্টা কেবল বোঝা টেনে!
যদিও সবার প্রয়োজনেই ঘোরাফেরা
তবু হীনমানে 'ফেরিওয়ালা'কে কেমন হেয় করা!

          *************

       

ফেরিওয়ালা
~~~~~~~
            *ঝোড়োমেঘ*
            (সিক্তা বিশ্বাস)
            ১৪/০৪/২০১৯

জিনিস ফেরি আমার কর্মধারা
চারিদিকে ঝাপি-বোঝা নিয়ে ঘোরা!
বৃথাই ঝাপিটি হরেক মালে  ভরা
এ শুধু বাঁচার জন্যে হন্যে হয়ে মাথা মারা!

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now