অধিক মিষ্টিতে গা গুলোয় এ নিছক কথা নয়!ক্ষনিকের মোহই আজকের বিষয়!

26 1 0
                                    

~~~~বিরহ-মধুর ~~~~

খাঁচার পাখি মেললো ডানা ,
পারি দিল অসীম অজানা ---
মেঘের ভেলায় আশার মেলা
মায়ার খেলা সারা বেলা l

চাতক মনের স্ফটিক জল
প্রেমই যে তার অমৃত ফল ---
বাহুর ডোর আর মনের বল
এই ছিল তাঁর আশার ফল l

দিন থেকে দিন মনের মেলা
চললো অভিসারের পালা ....
বোধ বিচারে হেলা ফেলা !
মগ্ন রইল আত্মভোলা l

কাটলো যখন নেশার ঘোর !
দু'টি মনেই রোদন সুর !
ছিন্ন হ'লো মানিক-জোড় !
আজ বুঝিবা বিরহ মধুর l

ঝোড়োমেঘ সংকলন l
শিলঙ -- 4 .

ঝড়োমেঘ সংকলন Where stories live. Discover now