বাংলা কবিতা:হেঁয়ালি

3 0 0
                                    

    হেঁয়ালি
========
ঝোড়োমেঘ
(সিক্তা বিশ্বাস)
  ২৬/১১/২০
  হায়দ্রাবাদ

মন বিহঙ্গের কত রূপ...
খেয়াল-খুশিতে অসীম অরূপ...
অবাধ গতি যেন উড়োজাহাজ
বাহারি সাজে কেবল খুশির মেজাজ...

কখনও সে যে শিশু প্রায়
খোলা মাঠে কেবলই দৌড়ায়...
কৈশোরের ছোঁয়া লাগলে তায়
উড়ন্ত দ্বিজ রঙিন নেশায়...

যৌবনের ছটায় ভরা নেশা...
পলে পলে সে যে স্বপ্ন দেখায়...
দু'চোখ ভরা শুধু স্বপ্ন আশার...
স্বপ্ন সাকারে পিপাসা ছোটার...

ছোটার নেশা মেজাজে মেশা
ফাঁকে ফাঁকে কেবল হিসেব কষা!
ছুটতে ছুটতে অসার ক্লান্ত
প্রতিটি পদে শুধুই ভ্রান্ত!
          *********

ঝড়োমেঘ সংকলন Donde viven las historias. Descúbrelo ahora